Present Indefinite/Simple Tense


Present Indefinite/Simple Tense


বর্তমানে কোনো কাজ সচরাচর হয় বা চলে, এরূপ বোঝালে verb এর Present Indefinite/Simple Tense হয়।
 যেমন- I go to school.
          He goes to school.



Structure:
(i)Subject+verb এর present form+object+extension
(ii)Subject+verb এর present form এর শেষে s/es+object+extension (subject যখন 3rd person singular number)
Note: To be verb (am/is/are) এবং to have verb (have, has) যদি sentence এ মূল verb হিসেবে ব্যবহৃত হয় তাহলেও sentence টি present simple হবে। আবার modal verb (can, may) sentence এ ব্যবহৃত হলেও sentence টি present simple tense এ হতে পারে।
(এ ক্ষেত্রে s/es এর প্রয়োগ হবে না।)
যেমন-
I am ill.
They are strong.
He is wise.
You are friendly.
I have a cat.
She has a doll.
I can drive a car.
Rules of ‘s’ and ‘es’ adding
Present indefinite tense এর subject যদি 3rd person singular number হয় তবে মূল verb এর শেষে ‘s বা ‘es যোগ করতে হয়। যেমন-
The boy plays football.
Khadiza does her duty properly.
The bird flies in the sky.
মনে রাখতে হবে যে, verb এর শেষে যদি o, ch, sh, s, ss, x, z, i থাকলে verb এর শেষে es’ যোগ করতে হবে। অন্যান্য ক্ষেত্রে শুধু ‘s’ যোগ করতে হবে। যেমন- catch-catches, discuss-discusses, go-goes, read-reads, eat-eats ইত্যাদি।
তবে verb এর শেষে y থাকলে y এর পূর্বে consonant থাকলে y এর স্থলে i হয় এবং es যোগ হয়। যেমন-carry-carries, cry-cries, try-tries ইত্যাদি।

Use of Present Indefinite/Simple Tense



(a)বর্তমান কালের কোনো কাজ বা ঘটনা বুঝাতে: He goes to school.
(b)অভ্যাস বা প্রকৃতিগত কাজ বুঝাতে: I go to bed at ten every night.
(c)Universal Truth (চিরন্তন সত্য) বুঝাতে: The sun rises in the east.
(d)স্বভাবগত সত্য বুঝাতে: Honesty is the best policy.
(e)বৈজ্ঞানিক সত্য বুঝাতে: Ice floats on water.
(f)অতি নিকট ভবিষ্যত বুঝাতে: He starts for Dhaka on Monday next.
(g) প্রতিজ্ঞা বা শপথ বাক্য পেশ করার ক্ষেত্রে: I promise to save my country.
(h) অতীত কালের কোনো ঐতিহাসিক ঘঠনাকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে: Akbar ascends the throne of Delhi at the age of thirteen.
(i)কোনো বক্তার বক্তব্য বা কোনো লেখকের উদ্ধৃতি দিতে: Keats says, “A thing of beauty is joy forever.”
(j) সর্বকালে ব্যাপ্ত নয় অতচ অতীত থেকে বর্তমান এবং সম্ভবত ভবিষ্যতেও ব্যাপ্ত একটা অনির্দিষ্ট সময়পর্বের ঘটনা বুঝাতে: My brother speaks English well. My cat likes fish.
(k) Always, often, usually, generally, occasionally, sometimes, daily, everyday, regularly, every week, every month, every year ইত্যাদি adverb গুলোর সাথে বেশিরভাগ ক্ষেত্রেই present indefinite tense হয়: যেমন-
She often comes to meet me.
Jhuma goes to school regularly.

(l) Assume, believe, expect, feel, hear, look, love, see, smell, taste, think, understand, notice, recognize, appear, seem, want wish, desire, like, hate, hope, refuse, prefer, suppose, agree, consider, trust, know, remember, forget, mean, have, own, possess, contain ইত্যাদি  verb এর continuous হয় না; simple tense এ ব্যবহৃত হয়যেমন-
I see a bird. (I am seeing a bird নয়)
He feels feverish. (He is feeling feverish নয়)

Negative form of Simple Present tense

Present Indefinite Tense কে negative করতে হলে ‍Subject এর পর do not/does not বসাতে হয়
Structure: Subject+do not/does not+মূল verb এর present form+object+extension.
He does not play well.
I do not eat  bread.

Interrogative form of Simple Present Tense

Present Indefinite Tense কে interrogative করতে হলে ‍Subject এর আগে do/does বসাতে হয়
Structure: Do/does/don’t/doesn’t +Subject+মূল verb এর present form+object+extension?
Doesn’t he play well?
Do I eat  bread?
Where do you live?
তবে to be verb যদি মূল verb হিসেবে থাকে do/does ব্যবহৃত হয় নাযেমন-
He is not a good boy.
Are you ill?

Simple present tense in passive form

Structure: Object এর ‍subject form + am/is/are + verb এর past participle + preposition (by, with, to, at ইত্যাদি) + subject এর object form
A letter is written by me.
I am called by her.
They are seen by me.
He is known to me.




Powered by Blogger.