Past Perfect Tense
Past Perfect Tense
অতীতকালে দুটি কাজ হয়েছিল, যে কাজটি আগে হয়েছিলো সেটি Past Perfect Tense এবং যেটি পরে হয়েছিলো সেটি Past Indefinite Tense
যেমন-
The patient had died before the doctor came .
Structure:
Subject +had+ verb এর Past Participle + object + extension
Note:
Before
এর আগের অংশ
Past Perfect এবং After এর পরের অংশ Past Indefinite হয়।
(বাংলা বাক্যের প্রথম অংশ ইংরেজি বাক্যের শেষে এবং বাংলা বাক্যের শেষের অংশ ইংরেজি বাক্যের প্রথমে হয়।)
যেমন-
Past
Perfect + before + Past
Indefinite
I had written the letter before he apologized.
Past
Indefinite + after + Past Perfect
I reached the station after
the train had left.
Use of Past Perfect Tense
(a)অতীতকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ হয়েছিলে।: Rana had come here before
Rajib came.
(b)অতীতকালে একটি নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো কাজ হয়েছিলো: I had established my institute before
2015.
(c)Direct speech এ Past
indefinite থাকলে Indirect speech Past
Perfect হয়:
He told me that he had been ill.
(d)No sooner, hardly,
scarcely, when, after, before, as if, as though, since ইত্যাদি যুক্ত বাকোর একটি অংশ past perfect এবং একটি Past Perfect:
No comments
Note: Only a member of this blog may post a comment.